অরুণ কুমার সাউ, তমলুক : উৎসবের মরসুমে জেলার সেরা শারদ উৎসবগুলিকে স্বীকৃতি দিতে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলার তথ্য সংস্কৃতি বিভাগ ঘোষণা করল 'শারদ সম্মান' ২০২৫-এর বিজয়ীদের নাম।মহা পঞ্চমীর …
অরুণ কুমার সাউ, তমলুক : উৎসবের মরসুমে জেলার সেরা শারদ উৎসবগুলিকে স্বীকৃতি দিতে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলার তথ্য সংস্কৃতি বিভাগ ঘোষণা করল 'শারদ সম্মান' ২০২৫-এর বিজয়ীদের নাম।মহা পঞ্চমীর শুভ দিনে জেলার শ্রেষ্ঠ পুজো মণ্ডপ, প্রতিমা, এবং সমাজ সচেতনতামূলক উদ্যোগগুলিকে চারটি বিশেষ বিভাগে পুরস্কৃত করার কথা জানানো হয়।
জেলা তথ্য সংস্কৃতি বিভাগ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করে। এ বছর জেলার বিভিন্ন প্রান্তের মোট চারটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নির্বাচিত করা হয়েছে। সেরা পুজো বিভাগে প্রথম স্থান অধিকার করেছে তমলুক মহাকুমার অফিসার রিক্রিয়েশন ক্লাব (কে.টি.পি.এস)। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন এবং সামগ্রিক ব্যবস্থাপনার জন্য তারা এই সম্মান পেয়েছে। এই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে কাঁথির রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পূজো এবং তৃতীয় স্থান লাভ করেছে এগরার টিকড়াপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাব।সেরা মণ্ডপ বিভাগে নজর কেড়েছে স্থাপত্য এবং সজ্জা। এই বিভাগে প্রথম স্থান পেয়েছে তমলুকের প্রতাপপুর দুর্গাপুজো কমিটি। তাদের অভিনব ও দৃষ্টিনন্দন মণ্ডপ সজ্জা বিচারকদের প্রশংসা কুড়িয়েছে। দ্বিতীয় স্থান পেয়েছে হলদিয়ার দুর্গাচক মিলন সংঘ এবং তৃতীয় স্থান অধিকার করেছে তমলুকের তাম্রলিপ্ত শঙ্কর আড়া সেবক সংঘ। শারদ উৎসবের প্রাণ, প্রতিমা সজ্জার সেরা প্রতিমা বিভাগে প্রথম স্থান দখল করেছে পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি। শিল্পীর দক্ষ হাতের ছোঁয়া এবং প্রতিমার মনোমুগ্ধকর রূপসজ্জা তাদের এই সম্মান এনে দিয়েছে। দ্বিতীয় হয়েছে মহিষাদল যুব ও সাংস্কৃতিক সংস্থা এবং তৃতীয় স্থান অর্জন করেছে কাঁথির ধণদিঘী দক্ষিণাঞ্চল সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
পুজোর মাধ্যমে সামাজিক বার্তা প্রদানে যারা অগ্রণী, সেই সেরা সমাজ সচেতনতা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে তমলুকের আমগেছিয়া দুর্গোৎসব কমিটি। তাদের মণ্ডপে বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক বার্তার মাধ্যমে সমাজ জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। দ্বিতীয় স্থান পেয়েছে হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টার এবং তৃতীয় হয়েছে কন্টাই ইয়ুথ গিল্ড। পূর্ব মেদিনীপুর জেলার তথ্য ও সংস্কৃতি বিভাগের এই উদ্যোগ জেলার উৎসবের মান বৃদ্ধিতে এবং সৃজনশীলতাকে উৎসাহিত করবে বলে মনে করছে জেলার সুশীল সমাজ। শনিবার বিজয়ী পুজো কমিটিগুলিকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।