নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....পঞ্চমীর সকালে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের 'স্বরবর্ণ ভবন' এ প্রকাশিত হলো অধ্যাপিকা ড. সোনালী গোস্বামী সম্পাদিত ললিতকলা বিষয়ক পত্রিকা 'চারুপ্রভা'র প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যা। এব…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....পঞ্চমীর সকালে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের 'স্বরবর্ণ ভবন' এ প্রকাশিত হলো অধ্যাপিকা ড. সোনালী গোস্বামী সম্পাদিত ললিতকলা বিষয়ক পত্রিকা 'চারুপ্রভা'র প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যা। এবারের বিশেষ সংখ্যাটি 'দুর্গা' বিষয়ক। যেখানে দুর্গা সম্পর্কিত বহু অনালোচিত ও স্বল্প আলোচিত বিষয়ে আলোকপাত করা হয়েছে। শুরুতে উপস্থিত অতিথিবর্গ চারা গাছে জলসিঞ্চন করেন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড.লায়েক আলী খান, নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, চিত্রশিল্পী অচিন্ত্য মারিক,কবি সিদ্ধার্থ সাঁতরা, ছড়াকার বিদ্যুৎ পাল প্রমুখ। অভীপ্সার গান ও সোমদত্তার নাচ উদ্বোধনী পর্বে উৎসবের আমেজ নিয়ে আসে।
সুন্দর প্রচ্ছদে চারুপ্রভার দ্বিতীয় সংখ্যা দুর্গা'র মোড়ক উন্মোচন করেন ড. লায়েক আলি খান, মঞ্চে সমস্ত অতিথিবর্গ পত্রিকাটি দর্শকদের সামনে তুলে ধরেন। এদিন চারুপ্রভার প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা মিলিয়ে পঞ্চাশটিরও বেশি বই সংগ্রহ করেন উপস্থিত কবি সাহিত্যিক,শিক্ষক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. প্রসূন কুমার পড়িয়া, ড. অমিতেশ চৌধুরী, কবি অভিনন্দন মুখোপাধ্যায়, শিল্পী দীপঙ্কর শীট, কবি সাজাহান কবির, প্রাবন্ধিক শেখ কামরুজ্জামান, সমাজকর্মী ও কবি রীতা বেরা, শিল্পী,শিক্ষক শ্রী মদনমোহন দে, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, শিল্পী নবনীতা বোস, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।বইটির নির্ধারিত মূল্য ২০০ টাকা যা আজ পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে একশত টাকা বিক্রয় মূল্য করা হয়েছিল। আগামীদিনে পত্রিকাটি সংগ্রহ করার আহ্বান জানান পত্রিকার সম্পাদক ড.সোনালী গোস্বামী। পত্রিকাটি মেদিনীপুর শহরের ভূর্জপত্র, মল্লিক পুস্তক বিপণী এবং কলকাতার ধ্যানবিন্দু ও পাতিরাম এ পাওয়া যাবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, রথীন দাস, ডক্টর অমিতেশ চৌধুরী, দীপঙ্কর শিট। সম্পাদক আগামী সংখ্যার বিষয় ঘোষণা করেন "শিল্পী"। এবারের সংখ্যা চব্বিশ জন লেখকের লেখায় সমৃদ্ধ। লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীপ্রসাদ ত্রিপাঠী, শুদ্ধসত্ত্ব মান্না, নরসিংহ দাস, নবনীতা বোস, শীতল বিশ্বাস, সুজাতা আচার্য, সুতনু ঘোষ, বিশ্বেশ্বর সরকার ও লায়েক আলি খান। অনুষ্ঠান মঞ্চ থেকে পত্রিকার লেখকদের হাতে পত্রিকা সহ উপহার তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক অর্ণব বেরা।