পূর্ব মেদিনীপুর ,তমলুক: কর্ম ক্ষেত্রে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ উঠেছিল বেসরকারি এজেন্সির ম্যানেজারের বিরুদ্ধে।পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে "রিলেভেল ফেসিলিটি সার্ভিস…
পূর্ব মেদিনীপুর ,তমলুক: কর্ম ক্ষেত্রে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ উঠেছিল বেসরকারি এজেন্সির ম্যানেজারের বিরুদ্ধে।পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে "রিলেভেল ফেসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের" অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তাকে ধর্ষণ ও শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন বলেই অভিযোগ। শুধু এই তরুণী নয় এর আগেও দুই তরুণী এমনি অভিযোগ করেছেন পাঁশকুড়া থানায় বলেই খবর।
হাসপাতালের ঐ তরুণীর দাবি,ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত অভিযুক্ত জহির আব্বাস খান তার সাথে একাধিকবার জোরপূর্বক ইচ্ছের বিরুদ্ধে হসপিটালের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাইরে প্রকাশ্যে না আনার জন্য একাধিকবার হুমকি দেয় বলে ও অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জহির আব্বাস খান কে কোলাঘাট থেকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। মঙ্গলবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হলো। পাশাপাশি অভিযোগকারী মহিলা কে আদালতে আনা হয়েছে, জবানবন্দী দেওয়ার জন্য। এখন দেখার বিচারক কি রায় দেন।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী -64/64(2)(e)/64(2)(m)/68(d) /351(2)/79 BNS ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।