Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গতকাল মেয়ো রোডে সেনাবাহিনী প্রতিবাদ মঞ্চ ভেঙে দেওয়ায় তমলুক শহরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

পূর্ব মেদিনীপুর ,তমলুক: কেন্দ্রের বিজেপি সরকারের মদতে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে কলকাতায় বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া এবং বাঙালি ও বাংলা ভাষাকে লাগাতার অপমানের প্রতিবাদে তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগ…


পূর্ব মেদিনীপুর ,তমলুক: কেন্দ্রের বিজেপি সরকারের মদতে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে কলকাতায় বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া এবং বাঙালি ও বাংলা ভাষাকে লাগাতার অপমানের প্রতিবাদে তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হাসপাতাল মোড়ে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাঁড়া,  পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা ভয় পায়। গতকাল যে ঘটনা ঘটেছে তা আমাদের কাছে আকাঙ্খিত নয়। কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন এজেন্সি দিয়ে যেখানে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে চায় সেখানে সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াকে এরা ভয় পায়। গতকালের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধিক্কার জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধিক্কার জানিয়ে আমরাও একইভাবে প্রতিবাদ মিছিল করলাম। এর আগে এমন ঘটনা আমার দেখা নেই বলে জানালেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র।