Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে পরিচারিকাদের বিজয়া সম্মিলনী

অরুণ কুমার সাউ, তমলুক : বিজয়া উৎসব শেষে রাজ্যের অন্যান্য স্থানের মতোই তমলুকেও অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। তবে এই সম্মিলনী ছিল একেবারেই ভিন্ন স্বাদের। সারা বাংলা পরিচারিকা সমিতির উদ্যোগে রবিবার তমলুকের রাজা বাজারে গৃহ পরিচারিকাদে…


অরুণ কুমার সাউ, তমলুক : বিজয়া উৎসব শেষে রাজ্যের অন্যান্য স্থানের মতোই তমলুকেও অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। তবে এই সম্মিলনী ছিল একেবারেই ভিন্ন স্বাদের। সারা বাংলা পরিচারিকা সমিতির উদ্যোগে রবিবার তমলুকের রাজা বাজারে গৃহ পরিচারিকাদের নিয়ে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শুধু শুভেচ্ছা বিনিময় নয়, আগামী দিনে পরিচারিকাদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে জোরালো আন্দোলনের বার্তা দেওয়া হয়। সম্মিলনীতে উপস্থিত ছিলেন সারা বাংলা পরিচারিকা সমিতির প্রাক্তন রাজ্য সম্পাদিকা লিলি পাল এবং জেলা কমিটির নেতৃত্ব অসীমা পাহাড়ী। গৃহস্থালীর কাজে নিযুক্ত বহু পরিচারিকা উৎসাহের সাথে এই অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান থেকে পরিচারিকাদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। বক্তারা আগামী দিনে পরিচারিকাদের বেতন বৃদ্ধি, সপ্তাহে একদিন ছুটি এবং তাঁদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বর্তমানে তাঁদের কাজের সময় ও বেতন নিয়ে যে অসঙ্গতি রয়েছে, তা অবিলম্বে দূর করার কথা বলা হয়।দাবি জানানোর পাশাপাশি, এই অনুষ্ঠানে পরিচারিকাদের পক্ষ থেকে গান, আবৃত্তি ও আলোচনা পরিবেশিত হয়। এটি ছিল পরিচারিকাদের জন্য আনন্দের পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার এক মঞ্চ। সমিতির নেতৃত্বরা আশা প্রকাশ করেন, এই বিজয়া সম্মিলনী তাঁদের আগামী দিনের লড়াইয়ের প্রেরণা যোগাবে।