কর্মব্যস্ততার ফাঁকে একটুখানি সময় বের করে ছাদ বাগান করা উনার এক ভালোলাগা,এক আকাশ মুক্তি। সারা বছরই তার ছাদবাগান আলো করে থাকে নানা রকম ফুল, পাতা,বীজ এবং নানা রকম ঋতুভিত্তিক সবজিতে।
আদর করে তিনি তার ছাদ বাগানের গাছেদের ডাকেন সবুজম…
কর্মব্যস্ততার ফাঁকে একটুখানি সময় বের করে ছাদ বাগান করা উনার এক ভালোলাগা,এক আকাশ মুক্তি। সারা বছরই তার ছাদবাগান আলো করে থাকে নানা রকম ফুল, পাতা,বীজ এবং নানা রকম ঋতুভিত্তিক সবজিতে।
আদর করে তিনি তার ছাদ বাগানের গাছেদের ডাকেন সবুজমিতা আর সবুজ মিতাদের চারাগাছদের ডাকেন ছানাগাছ।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে বসবাসকারী সুমিত্রা সাউ গিরি মহাশয়া এগরা সারদা শশীভূষণ কলেজে পড়ানোর পাশাপাশি তিনি আকাশবাণীর বিভিন্ন বিভাগে যেমন প্রাত্যহিকী, মহিলা মহল ,বুধ সকালে ইত্যাদিতে নিয়মিত লেখেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্রেও লেখালেখি করেন ।
বিভিন্ন লিটন ম্যাগাজিনের পাতায় তার কলমের বিচরণ কবিতা, গল্প ,প্রবন্ধেও। তার বহু লেখায় তার ছাদবাগান এর প্রসঙ্গ উঠে এসেছে বারবার।
দুই সন্তানের মা সুমিত্রা ম্যাম এতোকিছু সামলেও তার ছাদবানের সবুজমিতাদের আদরেই রাখেন। তার স্বামী স্কুল শিক্ষক স্বপন কুমার গিরি মহাশয়ও ছাদবাগনের কাজে সাহায্য করেন।
সুমিত্রা দেবী জানান "পরিবারের সবাই মিলেই ছাদবাগানের কাজ করি যার যখন যেমন সময় হয়। আসল কথা হলো যত্ন-ভালোবাসা।" কি নেই তার ছোট্ট ছাদবাগানে! বিভিন্ন ধরনের শাক-সবজি থেকে শুরু করে স্থলপদ্ম ,কাঠগোলাপ ,বাগান বিলাস,জবা বিভিন্ন রকমের গোলাপ, রজনীগন্ধা ,নয়নতারা দোপাটি মিলি ,রঙন সবই রয়েছে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি সবুজ সবুজে সাজিয়ে তোলেন তার ছাদবাগান। সবচেয়ে বড়ো কথা হলো ইতিমধ্যে তিনি আ্যডেনিয়ামের চারাগাছ করেছেন প্রায় দেড়শোর ওপরে। তার ছাদবাগানের সবুজমিতারা বড্ড আদুরে তিনি জানালেন।
কামিনী,পলাশ, নাগচম্পা, ড্রাগনফ্রুট তাও রয়েছে তার ছাদবাগানে। রয়েছে গিমাশাক, থানকুনি,তুলসিও। এছাড়া তো সিজন ফ্লাওয়ার তো রয়েছেই সময় অনুযায়ী।
ছাদবাগান করার মধ্য দিয়ে মানুষদের অনুপ্রাণিত করতে চেষ্টা করেন । "সংসার ,চাকরি, লেখালেখি সামলেও শহুরে জীবনে গাছ লাগানো যায় চাইলেই, ইচ্ছে থাকলে আমরাও পরিবেশকে সবুজ রাখতে পারি। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই যে যতটুকু পারি"একথা তিনি জানান। সমাজমাধ্যমে বহু মানুষের মন ছুঁয়ে যায় তার ছাদবাগানের সবুজমিতারা। অনেকেই অনুপ্রাণিত হন তাকে দেখে।
সম্প্রতি তাঁর সহকর্মীর পুত্রের অন্নপ্রাশনে তিনি এডেনিয়াম চারা দিয়ে এই বার্তা দিয়েছেন ছানা আর ছানা গাছ একই সঙ্গে বেড়ে উঠবে অর্থাৎ শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছেও ফুল ফল ধরবে। আগামী প্রজন্ম উৎসাহ পাবে।
"গাছ লাগান,ছাদবাগান করুন, সুন্দর থাকুন" তার বার্তা মানুষকে উৎসাহিত করুক।
মানুষের ক্ষুদ্র প্রয়াসই একদিন বড় মহৎ কাজের জন্য মানুষকে আগ্রহী করে তোলে তার এই ক্ষুদ্র শুভ বার্তা ছড়িয়ে পড়ুক।




