Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মূল্যবোধের অবক্ষয় রুখতে মণীষীদের আবক্ষ মূর্তি উন্মোচিত হলো তমলুকের প্রাথমিক বিদ্যালয়

তমলুক ,অরুন কুমার সাউ , দেশ মানুষ : বর্তমান সমাজে নীতি-আদর্শের যে বিচ্যুতি ঘটছে, তা রুখতে কচিকাঁচাদের সামনে মণীষীদের জীবনদর্শন তুলে ধরার উদ্যোগ নিল তমলুকের একটি প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার তাম্রলিপ্ত পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রত্ন…

 


তমলুক ,অরুন কুমার সাউ , দেশ মানুষ : বর্তমান সমাজে নীতি-আদর্শের যে বিচ্যুতি ঘটছে, তা রুখতে কচিকাঁচাদের সামনে মণীষীদের জীবনদর্শন তুলে ধরার উদ্যোগ নিল তমলুকের একটি প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার তাম্রলিপ্ত পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রত্নালী স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো চার যুগপুরুষের আবক্ষ মূর্তি।

এ দিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মূর্তির পাশাপাশি বিদ্যালয়ে একটি পরিশ্রুত পানীয় জল প্রকল্পেরও উদ্বোধন করা হয়। স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি দুটির উন্মোচন করেন তমলুক রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ সেবাশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী মহাক্রামানন্দজী মহারাজ। অন্যদিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন করেন তমলুক দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সায়ন্তনী ঘোড়াই।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তৃপ্তি ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষক রাসবিহারী আচার্য, বিশ্বনাথ মাজী, জগদীশচন্দ্র পাল-সহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। কবিতা ও গানের মাধ্যমে ক্ষুদে পড়ুয়ারা তুলে ধরে চার মণীষীর আদর্শের কথা।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র মান্না এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, "বর্তমানে ভারতবর্ষের গৌরবময় ঐতিহ্য আজ সংকটে। সামাজিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় যে হারে বাড়ছে, তাতে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দিশা দেখানো প্রয়োজন। ছোটবেলা থেকেই মণীষীদের জীবনচর্চা করলে তবেই একটি সুস্থ সমাজ ও দেশ গঠন সম্ভব হবে।"

বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পাঠ্যবইয়ের বাইরে এমন প্রাঙ্গণ পড়ুয়াদের চরিত্র গঠনে সহায়ক হবে।