তমলুক, কাজল মাইতি,দেশ মানুষ: পুলিশের দৈনন্দিন কাজের চাপ সামলে শারীরিক ও মানসিক সক্ষমতা বজায় রাখতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হলো জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার সকালে তমলুকের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে পতা…
তমলুক, কাজল মাইতি,দেশ মানুষ: পুলিশের দৈনন্দিন কাজের চাপ সামলে শারীরিক ও মানসিক সক্ষমতা বজায় রাখতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হলো জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার সকালে তমলুকের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে পতাকা উত্তোলন,এবং একগুচ্ছ বেলুন উড়িয়ে ২৩তম এই বার্ষিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জয়শওয়াল।
এদিন অনুষ্ঠানের শুরুতেই ছিল বিশেষ আকর্ষণ— পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বনাম জেলা সাংবাদিক একাদশের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় জেলা পুলিশ একাদশ। মাঠের লড়াই শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা পুলিশ সুপার মিতুন দে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনের মাঠে সকাল থেকেই ছিল সাজ সাজ রব। বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আইজি অনুপ জয়শওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন:
মিতুন দে: জেলা পুলিশ সুপার।
অতীশ বিশ্বাস: অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ)।
এছাড়া জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকবৃন্দ।
দুই দিনব্যাপী এই ক্রীড়া উৎসবে পুরুষ ও মহিলা— উভয় বিভাগের জন্যই একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠিত উল্লেখযোগ্য ইভেন্টগুলি হলো:
১০০ মিটার দৌড়।
শট পুট দীর্ঘ লম্ফ ও উচ্চ লম্ফ।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, সারাবছর হাড়ভাঙা খাটুনির মধ্যে কর্মীদের মনকে সতেজ রাখতে এবং ভাতৃত্ববোধ বাড়াতে এই ধরণের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। মঙ্গলবারেও দিনভর চলবে বিভিন্ন ইনডোর ও আউটডোর ইভেন্ট। প্রতিযোগিতার শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।