Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাদারিহাটে খাঁচাবন্দী হল লেপার্ড

ঃ অবশেষে প্রায় দেড় মাসের অক্লান্ত পরিশ্রমের পর  আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের গেরগাণ্ডা চা বাগান থেকে খাঁচাবন্দী হল মানুষ খেকো সেই লেপার্ড । স্বস্তিতে এলাকাবাসী । লেপার্ড খাঁচাবন্দী হ ওয়ায় কিছুটা হলে বাড়তি অক্সিজেন পেল বনদপ্তর।…


 ঃ অবশেষে প্রায় দেড় মাসের অক্লান্ত পরিশ্রমের পর  আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের গেরগাণ্ডা চা বাগান থেকে খাঁচাবন্দী হল মানুষ খেকো সেই লেপার্ড । স্বস্তিতে এলাকাবাসী । লেপার্ড খাঁচাবন্দী হ ওয়ায় কিছুটা হলে বাড়তি অক্সিজেন পেল বনদপ্তর। গত ১৭ ডিসেম্বর মাদারিহাটে গ‍্যারগেণ্ডা চা বাগানে এক  ১৯বর্ষীয় যুবতীকে লেপার্ড টেনে নিয়ে যায় । এরপর তুলসিপাড়া চা বাগান থেকে সেই যুবতীর মৃতদেহ উদ্ধার হয় এরপর বনদপ্তরের থেকে মাদারিহাটে তুলসিপাড়া,গ‍্যারগেণ্ডা , রামঝোড়া,ধুমচিপাড়া চা বাগানে মোট নয়টি খাঁচা বসায় বনদপ্তর কিন্ত কিছুতেই লেপার্ড খাঁচাবন্দী হচ্ছিলনা। অবশেষে আজ সকালে গ‍্যারগেণ্ডা চা বাগানের ৪নং সেকশনে বনদপ্তরের খাঁচায় খাঁচাবন্দী হয় লেপার্ডটি । ঘটনাস্থলে বনদপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌছে লেপার্ডটিকে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যায় । এই লেপার্ডটি সেই মানুষখেকো লেপার্ড কিনা এই প্রশ্নের উত্তরে লঙ্কাপাড়া রেঞ্জ অফিসার বিশ্বজিৎ বিষয়ী জানান এখন ও তা ঠিকমত বলা যাবেনা পর্যবেক্ষণ করে সেটা বলা সম্ভব । তবে লেপার্ড টি পূর্ণবয়স্ক ও খুব বড় ইতিমধ্যে এতবড় লেপার্ড খাঁচাবন্দী হয়নি ।