মেচেদা স্টেশনের লোকাল ট্রেনে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া মৃতের পরিচয় জানা গেল । পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাসান আলি (৪৫) । পাঁশকুড়ার গোবিন্দনগর গ্রামের বাসিন্দা। ব্যবসায়িক সূত্রে তিনি কলকাতার বউবাজার থানার ২৭৫ বি.বি.গাঙ্গু…
মেচেদা স্টেশনের লোকাল ট্রেনে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া মৃতের পরিচয় জানা গেল । পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাসান আলি (৪৫) । পাঁশকুড়ার গোবিন্দনগর গ্রামের বাসিন্দা। ব্যবসায়িক সূত্রে তিনি কলকাতার বউবাজার থানার ২৭৫ বি.বি.গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা । তাঁর পরিবারের অভিযোগ, দিঘায় হোটেল লিজ নেওয়ার জন্য কয়েকজন ব্রোকারকে টাকা দিতে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান হাসান সোমবার থেকে। রবিবার গ্রামের বাড়িতে আত্মীয়ের বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। সোমবার সকালে বেরিয়ে আসে। তারপর সাড়ে নটা পর্যন্ত ফোনে কথা হয় পরিবারের সাথে। সোমবার সকাল সাড়ে দশটার পর এই সুইচ অফ হয়ে যায়। পরিবার আর যোগাযোগ করতে পারিনি হাসান আলীর সাথে। ব্রোকাররাই টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই খুন করেছে এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া GRP থানার পুলিশ । দিঘাতে হোটেল কেনার জন্য প্রথমে দু লক্ষ টাকা পরে আরো ১৩লক্ষ টাকা মোট ১৫ লক্ষ টাকা দেয় হোটেল মালিক কে। হোটেল লিজ নেওয়ার জন্য কথা হয়েছিল মোট ২১ লক্ষ টাকার। তারপরেই এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই সন্দেহ করছে পুলিশ, হোটেল কেনাবেচার কারণেই খুন করতে পারে ব্রোকাররা। যেসব অভিযুক্তদের নাম উঠে আসছে তাদের বেশিরভাগের বাড়ি পূর্ব মেদিনীপুরের রামনগর, দীঘা এলাকায়। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর হাসান আলীর মৃতদেহ পাঁশকুড়ার গোবিন্দ নগর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।