-----------------
উদ্দেশ্য মহৎ হলে স্থানাভাব কোনও সমস্যা নয়। সেটাই প্রমাণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুল।তিনতলার ছাদে ফলছে লঙ্কা,বেগুন,লাউ, চালকুমড়া ইত্যাদি। রাসায়নিক সার নয়,ফলনে ব্য…
-----------------
উদ্দেশ্য মহৎ হলে স্থানাভাব কোনও সমস্যা নয়। সেটাই প্রমাণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুল।তিনতলার ছাদে ফলছে লঙ্কা,বেগুন,লাউ, চালকুমড়া ইত্যাদি। রাসায়নিক সার নয়,ফলনে ব্যবহার করা হয়েছে জৈব সার। আর এই সব সবজি ব্যবহার করা হবে মিড- ডে মিল-এ। নিজেদের হাতে ফসল ফলিয়ে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। তারাই করে নিয়মিত পরিচর্চা।আর স্কুলের শিক্ষকশিক্ষিকা শিক্ষাকর্মীরা ছাত্রছাত্রীদের দিচ্ছেন নেতৃত্ব। উল্লেখ্য, হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করে মূলত স্থানীয় ছাত্রছাত্রী। স্কুলে রয়েছে স্থানের সমস্যা। কোনও ফাঁকা জায়গা নেই যেখানে চাষ করা যায়।
একেই বলে : ইচ্ছে থাকলে উপায় হয়।