Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুলিশকর্মীদের বাইকের ধাক্কায়, মৃত ১, আহত ৪

ডেবরা থানার পুলিশ কর্মীরা একটি বাইকে করে প্রচন্ড গতিতে যাচ্ছিল থানার দিকে। একটি মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকে প্রচন্ড জোরে ধাক্কা মারে। দুই বাইক এর মোট পাঁচজন গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃ…




 ডেবরা থানার পুলিশ কর্মীরা একটি বাইকে করে প্রচন্ড গতিতে যাচ্ছিল থানার দিকে। একটি মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকে প্রচন্ড জোরে ধাক্কা মারে। দুই বাইক এর মোট পাঁচজন গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক এনভি এফ পুলিশকর্মীর, আশঙ্কাজনক বাকিরা।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত ডেবরা অডিটোরিয়াম হলের সামনে। জানা গিয়েছে বালিচক এর দিক থেকে ডেবরা থানার তিন পুলিশকর্মী একটি বাইকে করে প্রচন্ড গতিতে ডেবরা বাজারের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে নিজেদের কাজ সেরে একটি বাইকে করে বালিচক এর দিকে যাচ্ছিল ২ আরোহী। ডেবরা অডিটোরিয়াম হলের সামনে পুলিশদের প্রচন্ড গতিতে থাকা বাইকটি সজোরে এসে ধাক্কা মারে বিপরীত দিকের মোটরবাইকে। ধাক্কার তীব্রতা এত জোর ছিল যে সকলে কমপক্ষে ৫ থেকে ৭ ফুট দূরে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কিংকর অধিকারী বলেন-" পুলিশকর্মীদের বাইকটি প্রচণ্ড বেপরোয়া গতিতে আসছিল। বিপরীত দিক থেকে আসা নিরীহ বাইকটি কে ধাক্কা মারে পুলিশকর্মীদের বাইকটাই।"   

দুর্ঘটনার পরে সকলেই অচেতন অবস্থায় ছিটকে বিভিন্ন জায়গায় পড়েছিলেন। কিংকর অধিকারী সহ প্রত্যক্ষদর্শীরা কয়েকজন তাদের উদ্ধার করে ডেবরা হাসপাতালে পাঠায়। সেখানে রামতনু সিংহ মহাপাত্র (২৯) নামে এক এনভিএফ কর্মীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের সকলের অবস্থাই আশঙ্কাজনক থাকায় রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।