সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ২২বিভাগ- কবিতাবিষয়- শিক্ষক দিবসশিরোনাম- শিক্ষা গুরুকলমে- ভারতী দত্ততারিখ- ০২/০৯/২০২০
শিক্ষক তিনিই যিনি করেন শিক্ষা দানজগত সংসার মাঝে তাহার আশেষ মান,কত কি যে শেখান তিনি নেই ত তুলনাতাহার প্রাপ্য সম্মান ক…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ২২
বিভাগ- কবিতা
বিষয়- শিক্ষক দিবস
শিরোনাম- শিক্ষা গুরু
কলমে- ভারতী দত্ত
তারিখ- ০২/০৯/২০২০
শিক্ষক তিনিই যিনি করেন শিক্ষা দান
জগত সংসার মাঝে তাহার আশেষ মান,
কত কি যে শেখান তিনি নেই ত তুলনা
তাহার প্রাপ্য সম্মান কেউ দিতে ভুলনা।
জন্মের পর থকে আমরা কতকিছু শিখি
শ্লেট পেনসিল হাতে নিয়ে অ আ ক খ লিখি,
হাঁটতে শিখি চলতে শিখি পড়তে শিখি বই
বাবা মায়ের মনের মত বাধ্য আমরা হই।
আদবকায়দা নিয়ম কানুন যতকিছু আছে
সকলি ত ছোটবেলা শিখি মায়ের কাছে,
সহজপাঠের প্রথম পড়া মায়ের কাছে শেখা
মায়ের হাতে হাত মিলিয়ে ক খ গ ঘ লেখা।
নাচ আর গান শিখি, শিখি ভাল কথা
ভেব চিন্তে কথা বলি কাউকে দিইনা ব্যথা,
গুরুজনদের সন্মান দিই ছোটোদের ভালবাসা
আমাদের কাছে বাবা মায়ের এতটুকুই আশা।
সুশিক্ষিত হবার জন্য চাই শিক্ষা গুরু
প্রথম শিক্ষা হয়েছিল মার কাছে শুরু,
এক জীবনে সব শিক্ষা শেষ হবেনা ভাই
জানার জন্য জনম জনম মানুষ হতে চাই।।