✨✨✨বহ্নিশিখা✨✨✨#কলমে-শুভশ্রী নায়েক#তারিখ-30.9.20
রন্ধ্রে জ্বলন্ত বহ্নিশিখা-শিরা ধমনীর ভেতর তীব্র দহন।কামনা শব্দটির মধ্যে পাশবিক নাভিশ্বাস-জাতের রঙ্গ-তামাশা র অবসান সেই কামনাতেই।
ত্রিনয়নের মিলিত সূত্রে দানব দলনীর দুন্দুভিনিনাদ-দিকে …
✨✨✨বহ্নিশিখা✨✨✨
#কলমে-শুভশ্রী নায়েক
#তারিখ-30.9.20
রন্ধ্রে জ্বলন্ত বহ্নিশিখা-
শিরা ধমনীর ভেতর তীব্র দহন।
কামনা শব্দটির মধ্যে পাশবিক নাভিশ্বাস-
জাতের রঙ্গ-তামাশা র অবসান সেই কামনাতেই।
ত্রিনয়নের মিলিত সূত্রে দানব দলনীর দুন্দুভিনিনাদ-
দিকে দিকে ফুঁসছে ধরিত্রী মাতা।
আদিম বর্বরতা পোশাক ভেদ করে শরীর খোঁজে -
মাতৃত্বকে টুকরো টুকরো করে মেরুদণ্ড ভাঙার আর্তি।
বাক রোধী কর্তনের জ্বালা অনুভব করো পিতা-
স্রষ্টা হওয়ার আগে সৃষ্টি সংরক্ষণ করো।
মাতৃ জঠরের সাবধান বাণী হুংকারে পরিণত ,
জন্মদানের বিরোধিতায় রাজে,অসুর সম্প্রদায়ের।
ভ্রুণ হত্যা আবারও শুরু হবে,তফাৎ হবে লিঙ্গ বদলের-
পিতা,তুমি জাগাও অনুভূতি,বহ্নি শিখায় বিনাশ ডাকছ নিজের।
বিচারপতির আসন বদল হবে,দখল হবে সমাজ নীতির বেশ-
নারীর ভেতর স্ফুলিঙ্গ আর নেই,আগ্নেয়গিরি লাভার নিঃসরণে॥
***************************************