সময় কথা বলেকলমে-সত্য দেব পতি১৪-১০-২০এই তো বীজ পড়েছে তৈরী করা মাটিতে,কিছু দিন গেলে মাটি ফুঁড়ে মাথা তুলবে সবুজ চারাগাছ,তারপর ফুল ফোটে নির্বাক যৌবনে,বন্ধ্যানাম কাটিয়ে যখন জননী হবে-তখন যণ্ত্রনা আরো দ্বীগুন হবে দিনে রাতে! অমোঘ ভালো ব…
সময় কথা বলে
কলমে-সত্য দেব পতি
১৪-১০-২০
এই তো বীজ পড়েছে তৈরী করা মাটিতে,
কিছু দিন গেলে মাটি ফুঁড়ে মাথা তুলবে সবুজ চারাগাছ,
তারপর ফুল ফোটে নির্বাক যৌবনে,
বন্ধ্যানাম কাটিয়ে যখন জননী হবে-
তখন যণ্ত্রনা আরো দ্বীগুন হবে দিনে রাতে!
অমোঘ ভালো বাসাটাকে পাথেয় করবে গর্ভজাতের অপেক্ষায়,
বুকের প্রশ্বাসে প্রবাহিত হবে অগ্নিবায়ু-
নিস্তব্ধ দুপুরের নির্জনতা হবে সকালের কলতানে,
শত সহস্র ধারায় প্রবাহিত প্রেমাশ্রু হবে উদ্বায়ু উষ্ণ প্রস্রবন,
মনের গভীরে জমাটি আধাঁর থেকে ক্ষীণতর আলোও পাবেনা,
মনের খোলা জানালায় আসবে না চাঁদের আলো,
আজকের অবহেলিত সময় হবে একমাত্র পরম মিত্র,
হয়তো এটাই ভবিতব্য আগামীকালের।