Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

নিয়মের ফাঁদ-------------------নীলাঞ্জনা-------------
নিয়ম হয়ত নিয়ম করেইনিয়মের পথে হাঁটে,নিয়ম ভাঙ্গলে নিয়মিত ভাবেহাতে করে মাথা কাটে।কিন্তু নিয়ম পাথরের মত দৃঢ়,সেটা কি ঠিক?একরোখা পথে চলবে শুধুইনা দেখে দিগ্বিদিক?মেঘমল্লার কঠিন সে রাগ…

 


নিয়মের ফাঁদ

-------------------

নীলাঞ্জনা

-------------


নিয়ম হয়ত নিয়ম করেই

নিয়মের পথে হাঁটে,

নিয়ম ভাঙ্গলে নিয়মিত ভাবে

হাতে করে মাথা কাটে।

কিন্তু নিয়ম পাথরের মত দৃঢ়,

সেটা কি ঠিক?

একরোখা পথে চলবে শুধুই

না দেখে দিগ্বিদিক?

মেঘমল্লার কঠিন সে রাগ,

কিছু তান ভেঙ্গে তার

তানসেন মিঠে উপহার দিল

মিঞা-কি মল্লার।

একদা নিয়ম ছিল সূর্যটা

ঘুরছে পৃথিবী ঘিরে,

গ্যালিলিও সেই নিয়ম ভাঙ্গতে

শাস্তি পড়ল শিরে।

একদা পতির চিতায় সতীকে

নিয়মে পোড়ানো হত,

আজ অপরাধ, তাই কুচক্রী

হয়ে থাকে সংযত।

জীবনের বহু ক্ষেত্রেই দেখ

নিয়ম ভাঙ্গতে হয়,

প্রতিবাদী ভাষা নিয়মের রাঙ্গা

চোখকে করে না ভয়।

কে বলতে পারে, আজ যা নিয়ম

কাল তাই অবিচার,

পরিবর্তিত পরিস্থিতিতে

দিতে হয় কিছু ছাড়।

নিয়ম খুবই ভালো, মানলে

শৃঙ্খলাটাও থাকে,

কিন্তু নিয়ম শৃঙ্খল হলে

নিজেই ভাঙ্গন ডাকে।