Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

প্রিয়ার প্রতি বিভাগ-- কবিতাসোমা দত্ত  16/1/2021
এক ঝাঁপিতে চাঁদনী আরেকটাতে ভুখআয় ঘুম রুটির চাদরে ঘুমপাড়ানি গান বেসুর,একমুঠোয় রুপোলী ঝনঝনানি একমুঠোতে অভিযোগ তারার ঝাঁকে বুনবো শাড়ি কিনবো প্রিয়ার সুখ।সোনার ফ্রেমে বাঁধানো আমি সরসী সঙ্…

 


প্রিয়ার প্রতি 

বিভাগ-- কবিতা

সোমা দত্ত 

 16/1/2021


এক ঝাঁপিতে চাঁদনী আরেকটাতে ভুখ

আয় ঘুম রুটির চাদরে ঘুমপাড়ানি গান বেসুর,

একমুঠোয় রুপোলী ঝনঝনানি একমুঠোতে অভিযোগ 

তারার ঝাঁকে বুনবো শাড়ি কিনবো প্রিয়ার সুখ।

সোনার ফ্রেমে বাঁধানো আমি সরসী সঙ্গীহীন

নিখাদ গভীর স্বচ্ছ আয়না মুখগুলো সব শ্রীহীন ।

এক বুড়ি বালির ঢিবিতে চড়ছে;পিছল খাচ্ছে, 

শিশুর হাততালি বিজ্ঞের ভ্রুকুটি কে কার প্রতিবিম্ব?

দিগন্তরেখায় মন; হাত-পা শীততাপনিয়ন্ত্রক

নীল আলো নরম সোফা চোখ জুড়ে টেলিভিশন।

কুপমন্ডূক জীবন কেমনে ঘুচবে বিদ্রোহে যদি অঘটন ঘটে 

অন্তিম যাত্রা তবু খোঁজ চলে পথের বাঁকে যদি কেউ আসে!

আধোঘুমে অস্ফুট প্রভাতে আশ বড় প্রভাতী বরণে

ভেঙে যায় বাঁধ ভিজে যায় চোখ দৃষ্টি আমার সলিল সাগরে

কোন এক মানব নিমজ্জিত জাহ্নবীর কোলে অন্তর্জলি কালে।