Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারী সশক্তিকরণ বিষয়ক আলোচনা সভা.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নারী সশক্তিকরণ বিষয়ক আলোচনা সভা । জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি"র ব্যবস্থাপনায় ও অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমা…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নারী সশক্তিকরণ বিষয়ক আলোচনা সভা । জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি"র ব্যবস্থাপনায় ও অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস,পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এদিনের আলোচনা সভার উদ্বোধন করেন বিদ্যাসসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওয়াহেদ।সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক-শিক্ষিকা সংগঠনের জেলা সভাপতি অমিতেশ চৌধুরী।

উপস্থিত ছিলেন মুক্তির কর্ণধার শঙ্কর হালদার, সম্পাদক সত্যজিৎ রায়, অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি, জেলা সম্পাদক ভূপাল প্রসাদ চক্রবর্তী প্রমুখ । চারাগাছে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । মেদিনীপুর জেলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পটচিত্র উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়,সঙ্গে পটের গান পরিবেশিত হয়। এছাড়াও লোকসংস্কৃতির অন্যধারা "আদিবাসী নৃত্য" পরিবেশনের মাধ্যমে অতিথিদের সম্মান প্রদর্শন করা হয় । স্বেচ্ছাসেবী সংগঠন "মুক্তি"পশ্চিম মেদিনীপুরের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর সঙ্গে সমাজসেবামূলক কাজকর্ম করার অঙ্গীকার করেন । ইয়াস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, করোনা আবহে অক্সিজেন পার্লারের মাধ্যমে মুমূর্ষু মানুষের সেবা ইত্যাদি কর্মসূচির পাশাপাশি নারী প্রগতির জন্য সারা দেশে "মুক্তি" কাজ করতে আগ্রহী, এ কথা জানালেন মুক্তির কর্ণধার শঙ্কর হালদার । এদিনের আলোচনা সভা থেকে বাল্যবিবাহ, নারী পাচার, নারীর প্রতি অত্যাচার ও দুর্ব্যবহার ইত্যাদি রুখে নারী কল্যাণে আরও বেশি অগ্রণী ভূমিকা নিতে বিদ্যালয় প্রধানদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা এদিনের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় ও দাঁতন হাইস্কুলের প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দী। সবুজায়নের বার্তা দিতে শিবিরে আগত অতিথিদের হাতে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের জেলা সহ সম্পাদক মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া জানান, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এদিনের আলোচনা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।