Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের রাজগোদাতে স্বামী বিবেকানন্দের ভাবধারায় যুব সম্মেলন

রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক, কলকাতার সহযোগিতায় ও মিলননগর স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির পরিচালনায় বর্ণপরিচয় স্কুল প্রাঙ্গনে যুব সম্মেলন অনুষ্ঠিত হল ৪ জানুয়ারি রবিবার। এই যুব সম্মেলনে এলাকার বিভিন্ন উচ্চ মাধ্যম…

 রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক, কলকাতার সহযোগিতায় ও মিলননগর স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির পরিচালনায় বর্ণপরিচয় স্কুল প্রাঙ্গনে যুব সম্মেলন অনুষ্ঠিত হল ৪ জানুয়ারি রবিবার। এই যুব সম্মেলনে এলাকার বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুল থেকে শতাধিক ছাত্র- ছাত্রী, অভিভাবক - অভিভাবিকা, শিক্ষক - শিক্ষিকা ওবিভিন্ন স্তরের মানুষ যোগ দেন। উদ্বোধন ছিলেন তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রমের স্বামী মহাক্রমানন্দ মহারাজ। স্বামী বিবেকানন্দের জীবন ও যুব সমাজের দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষাব্রতী সুকুমার মাইতি, তারাপদ জানা, স্মারক কমিটির সম্পাদক চন্ডী চরণ ধাড়া, চন্দন জানা প্রমুখ। উপস্থিত ছিলেন রাজকুমার মান্না, ভুবন মাইতি, অভিজিৎ দেব জানা। এদিন উপস্থিত ছাত্র- ছাত্রীদের ৩০ মিনিটের স্বামীজীর ওপর পরীক্ষা নেওয়া হয়। অনুষ্ঠানটি এলাকায় বেশ সাড়া ফেলে দেয়।