Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাথমিক স্তরে স্কুলে কচিকাঁচাদের খেলতে দেখা গেল কোলাঘাটের বিভিন্ন স্কুলে

বাবলু বন্দ্যোপাধ্যায়       পূর্ব মেদিনীপুরঅবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর খুলল ছোটদের  সরকারি ও বেসরকারি স্কুল। প্রায় দু'বছর গৃহবন্দি থাকার পর স্কুলে এসে বেজায় খুশি কচিকাঁচারা। প্রথম দিনের আনন্দের স্বাদ ভাগ করে নিল সেই পুরাতন দ…


বাবলু বন্দ্যোপাধ্যায়       পূর্ব মেদিনীপুর

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর খুলল ছোটদের  সরকারি ও বেসরকারি স্কুল। প্রায় দু'বছর গৃহবন্দি থাকার পর স্কুলে এসে বেজায় খুশি কচিকাঁচারা। প্রথম দিনের আনন্দের স্বাদ ভাগ করে নিল সেই পুরাতন দিনের বউবসন্ত কিতকিত থেকে শুরু করে নানা ধরনের হারিয়ে যাওয়া খেলা কে সঙ্গী করে। এই চিত্র  লক্ষ্য করা গেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সহ বিভিন্ন স্থানে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক আগেই খুলে ছিল, এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  প্রাথমিক এবং পঞ্চম থেকে সপ্তম শ্রেণি খোলার ইঙ্গিত দিয়েছিলেন আজ অর্থাৎ বুধবার থেকে  স্কুল খোলার পর  কচিকাচাদের মধ্যে লক্ষ্য করা গেল স্কুলের মধ্যে  দীর্ঘ দুই বছর বাদে তাদের সঙ্গী কে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা মতো ঘটনা । তাদের নিজেদের মধ্যে কত কথাই না জমা ছিল ,  ক্লাস শেষে চলল ফিসফিসানি। শিক্ষকরা কোভিদ বিধি মেনেই ক্লাসরুমে পঠন-পাঠন শুরু করেছে বলে জানালেন  স্কুলে আসা শিক্ষকরা। পঞ্চম শ্রেণি থেকে  সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্যানিটাইজার  থেকে মুখে মাস্ক  পড়ে স্কুলের ক্লাস করতে দেখা গেছে। কেবল কোলাঘাট নয়, শহীদ মাতঙ্গিনী  , তমলুক পাঁশকুড়া ব্লকে সর্বত্রই একই চিত্র উঠে এসেছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের এক বেসরকারি স্কুলের  সম্পাদক  সুকুমার মাইতি ও স্কুলের প্রধান শিক্ষিকা শিপ্রা গুড়িয়া, রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত কে ধন্যবাদ জ্ঞাপন করার মধ্য দিয়ে জানালেন প্রথম দিনের স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি প্রায় আগের মতোই।  দিন কয়েকের মধ্যেই তা পরিপূর্ণতা লাভ করবে।  কোলাঘাট অবর বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দিনের ক্লাসে ছাত্র ছাত্রীদের উপস্থিতি আগের মত ছিল না ঠিকই তবে পরের সপ্তাহে  স্কুলে আগের মতোই ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যাবে  বলে আশা প্রকাশ করেছেন।