Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভিন রাজ্যে নয়, এই রাজ্যের তমলুকে স্বাস্থ্য সাথীর কার্ডে সুস্থ হচ্ছেন ক্যান্সার আক্রান্ত রোগীরা, সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ স্বাস্থ্য শিবির

তমলুকঃ ক্যান্সার। কথাটি শুনলেই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। আর সেই আতঙ্ক দূর করতে ভিন রাজ্যে চিকিৎসার জন্য পাড়ি দেয় রোগীরা। তবে এখন আর ভিন রাজ্যে যেতে হবে না এই রাজ্যেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন বহু ক্যান্স…



তমলুকঃ ক্যান্সার। কথাটি শুনলেই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। আর সেই আতঙ্ক দূর করতে ভিন রাজ্যে চিকিৎসার জন্য পাড়ি দেয় রোগীরা। তবে এখন আর ভিন রাজ্যে যেতে হবে না এই রাজ্যেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন বহু ক্যান্সার আক্রান্ত রোগীরা।


 

শনিবার তমলুকের একটি গেস্ট হাউসে মাস ক্লিনিক এন্ড হাসপাতাল পক্ষ থেকে ক্যান্সার সংক্রান্ত বিশেষ আলোচনা শিবিরের আয়োজন করা হয়। তমলুকের মাস ক্লিনিক এন্ড হাসপাতাল থেকে ক্যান্সার রোগী সুস্থ হয়ে ওঠা রোগীরা যেমন উপস্থিত ছিলেন তেমনি উপস্থিত ছিলেন চিকিৎসক ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য, ডক্টর ললিত খাঁড়া সহ অন্যান্য চিকিৎসকেরা। এদিন উপস্থিত রুগি ও রুগির পরিবারের লোকজনদের চিকিৎসকরা জানান,ক্যান্সার হলেই যে মৃত্যু তা নয়। চিকিৎসার মধ্য দিয়ে অনেকেই সুস্থ হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার চিকিৎসা পরিষেবার জন্য যে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করেছেন তা দিয়েই অনেকে সুস্থ হচ্ছেন। মনের জোর আর চিকিৎসকের পরামর্শ মতই চিকিৎসা চালু থাকলে ক্যান্সার রোগ থেকে সুস্থ হয়ে সুস্থ জীবন যাপন করা সম্ভব। এদিন আলোচনা শিবিরে ক্যান্সার রোগ থেকে ভালো হয়ে ওঠা রোগীরা তাদের কথা তুলে ধরেন। ক্যান্সার রোগে ভয় নয় চিকিৎসার মাধ্যমে সুস্থ করার লক্ষ্য হোক এই বার্তা আলোচনা সভা থেকে তুলে ধরে চিকিৎসকেরা।।