Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতা শিরোনাম - সমাজ সংস্কারক রামমোহন কলমে - মৌসুমি বিশ্বাসতারিখ -২১/০৫/২০২২
বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে রেখেছো উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে চিরস্মরণীয় অবদান , বাস্তববাদী ও মানবতাবাদী সংস্কারক তুমি &…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা 

শিরোনাম - সমাজ সংস্কারক রামমোহন 

কলমে - মৌসুমি বিশ্বাস

তারিখ -২১/০৫/২০২২


বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে রেখেছো 

উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে চিরস্মরণীয় অবদান , 

বাস্তববাদী ও মানবতাবাদী সংস্কারক 

তুমি "ভারত পথিক" রাজা রামমোহন। 


সামাজিক কুসংস্কার করতে দূরীভূত

হয়েছিলে প্রবল সচেষ্ট তুমি , 

তোমার আন্দোলনের ফলেই 

পেয়েছি আধুনিক ভারত ভূমি। 


অমানবিক সতীদাহ প্রথার বিরুদ্ধে 

তুমি রুখে দাঁড়িয়েছো বারবার , 

পৈশাচিক এই প্রথা বন্ধ করতে 

তীব্র প্রতিবাদে হয়েছো সোচ্চার। 


জঘন্য সতীদাহ প্রথার বিরুদ্ধে গর্জে উঠে 

সঙ্ঘবদ্ধ জনমত তুলেছিলে গড়ে , 

অবশেষে লর্ড বেন্টিংকের সহায়তায় 

জঘন্য এই প্রথার রীতিতে ছেদ পড়ে। 


তৎকালীন সমাজে প্রচলিত বহুবিবাহ

বাল্যবিবাহ ,কৌলিন্য প্রথা দূরীকরণে , 

অগ্রসর হয়ে উঠেছিলে তুমি 

রেখেছো অবদান অগ্রণী ভূমিকা পালনে। 


নারীদের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতেও 

তোমার দৃপ্ত প্রতিবাদী কণ্ঠস্বর , 

সরব হয়েছিলো অবিরত 

প্রতিবাদে হয়েছিলো মুখর। 


শিক্ষা ও সংস্কৃতির জগতে সদা 

ছিলে তুমি অগ্রণী ব্যক্তিত্ব , 

ইতিহাসের পাতায় "ভারতের প্রথম আধুনিক মানুষ"

নামে তুমি হয়ে আছো খ্যাত।