Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
শিরোনাম--"মিটি-মিটি তারা"কলমে--জয়া গোস্বামী২৭/০৫/২০২২
আকাশে উজ্জ্বল তারার পাশে দেখি রাতে,হারিয়েছে মিটি-মিটি তারাটা আকাশ হতে৷অভিমানে হয়েছে বুঝি সে আজ দেশান্তর,আঘাতে ক্ষত বিক্ষত হয়তো বা ছিলো অন্তর…

 

সৃষ্টি সাহিত্য যাপন 


শিরোনাম--"মিটি-মিটি তারা"

কলমে--জয়া গোস্বামী

২৭/০৫/২০২২


আকাশে উজ্জ্বল তারার পাশে দেখি রাতে,

হারিয়েছে মিটি-মিটি তারাটা আকাশ হতে৷

অভিমানে হয়েছে বুঝি সে আজ দেশান্তর,

আঘাতে ক্ষত বিক্ষত হয়তো বা ছিলো অন্তর!


খুঁজি আমি গভীর রাতে সে যদি ফিরে আসে,

কক্ষপথ অতিক্রম করে আবার ভালোবেসে৷

মাঝে মাঝে চিকচিক করে আশার আলো,

যদি আসে নিজের গন্তব্য স্থানে তাহলে ভালো৷


ভাবি নিদ্রাহীন চোখে করি তার জন্য অপেক্ষা,

অবুঝ মন দুষ্ট তারাকে কি ভাবে দেবে শিক্ষা!

কে দিলো মিটি-মিটি তারাকে হারাবার দীক্ষা,

 দিতে চাই প্রাণ প্রিয়র জন্য শত শত পরীক্ষা৷


স্বপ্নের কারিগর যে করেছে আকাশের তারার সৃষ্টি,

রাতের আঁধারে তারাকে খুঁজে গেলো আমার দৃষ্টি

চোখ হতে অবিরত ঝরছে আমার আজ বৃষ্টি

 আছে কত বেদনা হারাবার যন্ত্রণা অন্তর অতুষ্টি!


আমি নীরব দর্শক হেরে গেলাম খুঁজে খুঁজে,

মনের আকাশে ধরা দেয়না সে যে আর না বুঝে৷

আশাহত হয়ে স্বপ্ন সাজাই নিত্য কাব্যে অবুঝে,

ক্যানভাসে সাজাই তারার চিত্র -পট কাব্যগ্রন্থের মাঝে।।