Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

যৌবন নিলাম হয়ে গেলকলমে-মনোজ ভট্টাচার্য্যতারিখ-২৬/০৫/২০২২>>>>>>>>>>>>>>>>>>ফুটন্ত যৌবন, সীমাহীন দারিদ্রতা নিয়ে,             নেমেছি জীবন যুদ্ধে,লোভাতুর দৃষ্টি নিয়ে চীল শকুনের…

 


যৌবন নিলাম হয়ে গেল

কলমে-মনোজ ভট্টাচার্য্য

তারিখ-২৬/০৫/২০২২

>>>>>>>>>>>>>>>>>>

ফুটন্ত যৌবন, সীমাহীন দারিদ্রতা নিয়ে,             নেমেছি জীবন যুদ্ধে,

লোভাতুর দৃষ্টি নিয়ে চীল শকুনের দল,

ভন্ডামি করে মায়াবী আলোকে!!


যেচে উপকারের  ইচ্ছা,

 নিজেদের সময় অপচয় করে,

তাদের ভিতর লুকিয়ে থাকা, কদর্য রূপ দেখে,            শিউরে উঠতে হয়েছিল আমাকে!!


মুক্তি চেয়েছি কতবার আমি, নাগ পাশের এই বন্ধন থেকে,

গুমড়ে গুমড়ে উঠেছি কেঁদে,

বেদনার ঘনঘটা মোর চোখে মুখে!!


অব্যক্ত যন্ত্রণার মাঝে বসে,

চিন্তাচেতনার প্রেক্ষাপটে, 

বৃদ্ধ পিতা-মাতা, পিতৃহারা সন্তানের মুখ উঠেছে ভেসে,

আত্ম সমর্পন করতে হচ্ছে,

ওই হাইনাদের কাছে!!


আমি দাসি বৃত্তি করে দেখেছি,

কোম্পানিতে চাকরি করে দেখেছি,

সেবিকার কাজও ,

বাবুদের বাড়িতে বাড়িতে,

তবু ওদের চোখ এড়িয়ে যেতে পারেনি,                                 এ ভরা যৌবন নিয়ে!!


জানি কৈফিয়ৎ দিতে হতে পারে,                                   নব প্রজন্মের কাছে,

সেদিন হয়তো বহু দুরে চলে যাবো,

রবো না আর ওদের মধ্যে!!

>>>>>>>≥>>>>>>>>>>>>>