Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপনকবিতা ক্ষুধার রাজ‍্যে পৃথিবী গদ্যময়বীরেন আচার্য্য২৩শে জুন ২০২২
ক্ষুধার রাজ‍্যে পৃথিবী গদ্যময়--------------------------------ক্ষুধার্তের মহামিছিলে স্বাধীনতার ক্রন্দনধ্বনি,এ ক্রন্দন জীবন-জীবিকার, না পাওয়ার যন্ত্র…

 


সৃষ্টি সাহিত‍্য যাপন

কবিতা 

ক্ষুধার রাজ‍্যে পৃথিবী গদ্যময়

বীরেন আচার্য্য

২৩শে জুন ২০২২


ক্ষুধার রাজ‍্যে পৃথিবী গদ্যময়

--------------------------------

ক্ষুধার্তের মহামিছিলে স্বাধীনতার ক্রন্দনধ্বনি,

এ ক্রন্দন জীবন-জীবিকার, না পাওয়ার যন্ত্রণার; 

সংবিধানের ফাটা কাঁসিটা বেজেই চলে 

হাতবদলের গণতন্ত্রে ক্ষুধার আগুন ক্রমেই হয় 

লেলিহান; মানবতার পেট ফুঁড়ে বের হয় 

জান্তব হায়না- স্বভাবে অভাবে ক্ষুধার্ত সবাই। 


কারো ক্ষুধা উদরে কারো ক্ষুধা অধরে 

চোখের খিদেয় কুপ্রস্তাব বাতাসে ভাসে ; 

পেঁচার ডাকে কান্না মেশে সতীত্ব ছেঁড়া রাতে - 

ক্ষুধার্ত জারজটা খিদেয় দরজা ধাক্কায়, 

তোমার আমার কান্না দিয়েই কবিতার কান্না- 

সংবিধানে শিয়ালরা ডাকে দিনরাত হুক্কাহুয়া - 

নাটমন্দিরে ক্ষুধার তাড়নায় - বড় ক্ষুধার্ত ওরা । 


শিশুখাদ‍্য দিন রাত ধেড়ে ইঁদুর খায় 

অপুষ্টিতে মানবশিশু, শিশুদিবসে চাচাজি প'রে 

মালা - ডিগ্রি বেচে যৌবন গায় কীর্তন পথে ; 

ক্ষুধার রাজ‍্যে পৃথিবীটা গদ‍্যময় হয় -

কলম যে বলে না কথা আমার কবিতার সনে; 

ক্ষুধার জ্বালা বড়- কাব‍্যিক ক্ষুধা মেটাই কেমনে?


             -----------×---------