Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মোদি সরকারের সাফল্য নিয়ে বিজেপি কর্মীরা ঘরে ঘরে যাওয়ার মধ্য দিয়ে পঞ্চায়েতের প্রস্তুতি শুরু করে দিল

বাবলু বন্দোপাধ্যায়়, কোলাঘাটপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ৮ বছরের সাফল্যের খতিয়ান আগামী ১৫ দিন ধরে চলবে জন সংযোগ কর্মসূচির মধ্য দিয়ে । প্রধানমন্ত্রীর জনসংযোগ কর্মসূচি হলেও এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হচ্…

 



বাবলু বন্দোপাধ্যায়়, কোলাঘাট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ৮ বছরের সাফল্যের খতিয়ান আগামী ১৫ দিন ধরে চলবে জন সংযোগ কর্মসূচির মধ্য দিয়ে । প্রধানমন্ত্রীর জনসংযোগ কর্মসূচি হলেও এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামী পঞ্চায়েতের দিকে লক্ষ্য রেখে। বেশ কয়েকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোটব্যাঙ্ক কিছুটা কমে গেছে। রাজ্য গত ভাবে বিজেপিতে ভাঙ্গন অব্যাহত এরকম পরিস্থিতিতে নিচুতলার কর্মীদের মনোবল চাঙ্গা করতে মরিয়া দলীয় নেতৃত্ব। ইতিমধ্যে রাজ্যে একাধিক বিজেপি নেতা শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। আসছে পঞ্চায়েত নির্বাচন এমন পরিস্থিতিতে দলের নিচুতলার কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঠিক করে দেওয়া অভিযান নিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি নেতৃত্ব। পয়লা জুন থেকে ১৫ই জুন পর্যন্ত চলবে বুথে বুথে জন সংযোগ। দলের যুব মহিলা ওবিসি এসসি ওবিসি সংখ্যালঘু মোর্চা কে নিয়ে জনসংযোগের জন্য আলাদা আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে হয়েছে বলে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি জানান। পাশে থাকার বার্তা নিয়ে বুথস্তরের কর্মীদের বাড়ি বাড়ি যাছে বিজেপির কর্মী-সমর্থকেরা। কোলাঘাট শহীদ মাতঙ্গিনী তমলুক পাঁশকুড়ায় দলীয় কর্মীসমর্থকরা বাড়ি যাচ্ছেন এবং নিচুতলার কর্মীদের ক্ষোভ-বিক্ষোভের কথা শুনছেন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক দেবব্রত পট্টনায়ক বলেন নির্বাচনের পর আমাদের জেলার তৃণমূল লাগামছাড়া সন্ত্রাস চালাচ্ছে আতঙ্কে দলের অনেক নেতা-কর্মী প্রকাশ্য কর্মসূচি থেকে একটু দূরে সরে রয়েছেন মোদি সরকারের আট বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে আমরা আগামী ১৫ দিন ধরে বিভিন্ন বুথে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনবো ।আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী-সমর্থকদের মাঠে নামার প্রস্তুতি সেরে ফেলা হবে এই কর্মসূচির মধ্য দিয়ে বলেও তিনি জানান।