Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিষ মদের বলি ১১ জন

তরুণ চট্টোপাধ্যায় , কলকাতা:হাওড়ার মালি পাঁচঘড়া থানার অনতিদূরে বেআইনী মদের ঠেক থেকে মদ কিনে খেয়ে এগারো জনের মৃত্যু কে কেন্দ্র করে আজ জেলা সরগরম।বিজেপির পক্ষ থেকে পুলিশ কে স্মারকলিপি জমা দিতে যাওয়া নিয়ে হাওড়ার পঞ্চানন তলায় পুলিশ ও …

 


তরুণ চট্টোপাধ্যায় , কলকাতা:

হাওড়ার মালি পাঁচঘড়া থানার অনতিদূরে বেআইনী মদের ঠেক থেকে মদ কিনে খেয়ে এগারো জনের মৃত্যু কে কেন্দ্র করে আজ জেলা সরগরম।বিজেপির পক্ষ থেকে পুলিশ কে স্মারকলিপি জমা দিতে যাওয়া নিয়ে হাওড়ার পঞ্চানন তলায় পুলিশ ও বিজেপি কর্মী দের মধ্যে খন্ড যুদ্ধ লেগে যায়। বিজেপির অভিযোগ পুলিশ তাদের কর্মী দের ওপর লাঠি চার্জ করে।

হাওড়া জুড়ে অসামাজিক কার্যকলাপ আজ নতূন নয়।পুলিশের মদতেই এই সব ঠেক চলে বলে স্থানীয় মানুষ অভিযোগ করেন।পুলিশ কে বার বার বলা সত্বেও এই ঠেকগুলো বন্ধ হয় না।

স্থানীয় বিধায়ক অবশ্য পুলিশের দোষ দেখতে চাননি।তিনি জানান কে কোথায় লুকিয়ে মদ বিক্রি করবে পুলিশ তা জানবে কি করে।বিধায়ক এর এ হেন উক্তি তে এলাকাবাসী ক্ষুব্ধ। 

বিজেপির পক্ষ থেকে জানানো হয় পুলিশের সঙ্গে লেনদেন আছে বলেই পুলিশ সব জেনেও নিশ্চুপ।

মৃত ব্যক্তি দের আত্মীয় স্বজন জানান পুলিশের নাকের ডগায় এই ব্যবসা চলে।পুলিশ দেখেও দেখে না।

মৃত ব্যক্তি দের ময়নাতদন্ত করে শবদেহ তুলে দেওয়া হবে পরিবার বর্গের হাতে।