Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এমবিবিএস ছাত্র ভর্তির ছাড়পত্র পেল তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ

তমলুক : এমবিবিএস ছাত্র ভর্তির ছাড়পত্র পেল তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ। চলতি বছরে ১০০ এমবিবিএস ছাত্র ভর্তি হবে এই মেডিক্যাল কলেজে।ন্যাশনাল মেডিকেল কমিশনের ছাড়পত্র পেল তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ। চলতি বছর থেকেই এমবিব…

 


তমলুক : এমবিবিএস ছাত্র ভর্তির ছাড়পত্র পেল তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ। চলতি বছরে ১০০ এমবিবিএস ছাত্র ভর্তি হবে এই মেডিক্যাল কলেজে।

ন্যাশনাল মেডিকেল কমিশনের ছাড়পত্র পেল তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ। চলতি বছর থেকেই এমবিবিএস পাঠক্রমে একশো  আসনে ছাত্র ভর্তি করতে পারবে এই মেডিক্যাল কলেজ।


২০১৯ সালে তমলুক জেলা হাসপাতলকে মেডিক্যাল কলেজ ঘোষণা করে রাজ্য সরকার। ২২শে ফেব্রুয়ারি ২০১৯ তারিখে শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই পুরো দমে কাজ শুরু হলেও করোনার প্রভাবে মেডিক্যাল কলেজ এর কাজ ধমকে যায়। পরবর্তী  কালে তমলুক গভারমেন্ট মেডিকেল কলেজের কাজ শুরু হয়। পরে ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রতিনিধিরা পরিদর্শন করেন। গত বছর ছাত্র ভর্তির জন্য আবেদন জানান তাম্রলিপ্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই আবেদনের পর দুবার পরিদর্শনে আসেন ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রতিনিধিরা।


গত মঙ্গলবার ন্যাশনাল মেডিকেল কমিশন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ কে পড়ুয়া ভর্তির অনুমোদন দেয়। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিক বলেন শেষ পর্যন্ত আমরা এমবিবিএস এর ছাত্র ভর্তি অনুমোদন পেলাম। ১০০ আসনে ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। চলতি বছরেই পঠন-পাঠন শুরু করতে পারব।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ শুরু হলে চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে এমনটাই মনে করছে এলাকাবাসী।