রাজ্য, জেলা জুড়ে আবাস দুর্নীতির মাঝে নতুন করে অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে।
ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর দুই ব্লক ও খেজুরি বিধানসভার আওতাধীন গড়বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে । আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের থেকে গ্রাম পঞ্চায়েত ডেকে ১…
সুমিতা বারুই(আবাস প্রাপক) |
রাজ্য, জেলা জুড়ে আবাস দুর্নীতির মাঝে নতুন করে অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে।
ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর দুই ব্লক ও খেজুরি বিধানসভার আওতাধীন গড়বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে । আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের থেকে গ্রাম পঞ্চায়েত ডেকে ১হাজার টাকা করে নেওয়ার অভিযোগ।
অঞ্জনা মন্ডল(প্রধান,গড়বাড়ি দুই গ্রাম পঞ্চায়েত,ভগবানপুর দুই ব্লক) |
আবাস যোজনার বাড়ি প্রাপকদের থেকে এমন টাকা নেওয়ার কথা স্বীকার করেন প্রধান অঞ্জনা মন্ডল।তিনি
বলেন আমরা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকল্পে এই টাকা নিচ্ছি। গ্রাম পঞ্চায়েতের তো কোনো ইনকাম নেই তাই।