Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা জুড়ে দুর্নীতির মাঝেই আবাস প্রকল্পে বাড়ি দেওয়ার জন্য ১০০০ টাকা নেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। টাকা নেওয়ার কথাও শিকার প্রধানের

রাজ্য, জেলা জুড়ে আবাস দুর্নীতির মাঝে নতুন করে অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে।
ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর দুই ব্লক ও খেজুরি বিধানসভার আওতাধীন  গড়বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে । আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের থেকে গ্রাম পঞ্চায়েত ডেকে ১…

সুমিতা বারুই(আবাস প্রাপক)


রাজ্য, জেলা জুড়ে আবাস দুর্নীতির মাঝে নতুন করে অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে।


ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর দুই ব্লক ও খেজুরি বিধানসভার আওতাধীন  গড়বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে । আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের থেকে গ্রাম পঞ্চায়েত ডেকে ১হাজার টাকা করে নেওয়ার অভিযোগ।

অঞ্জনা মন্ডল(প্রধান,গড়বাড়ি দুই গ্রাম পঞ্চায়েত,ভগবানপুর দুই ব্লক)

আবাস যোজনার বাড়ি প্রাপকদের থেকে এমন টাকা নেওয়ার কথা স্বীকার করেন প্রধান অঞ্জনা মন্ডল।তিনি

 বলেন আমরা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকল্পে এই টাকা নিচ্ছি। গ্রাম পঞ্চায়েতের  তো কোনো ইনকাম নেই তাই।