সৃষ্টি সাহিত্য যাপন
১৩/০৬/২৩আঁধারের জট
সুশান্ত কাঞ্জিলাল
নিকষ কালো আঁধার এসেছেদিবালোক গিয়েছে মিলিয়েপ্রিয়া মোর কাল গিয়েছে ফিরেহৃদয়ে যাতনা দিয়ে ।জোনাকিরা আজ জোট বেঁধেছে আঁধারে জ্বেলে আলো ধ্রুবতারা আজ অস্ত গিয়েছেবুঝি ফিরবেনা আর…
সৃষ্টি সাহিত্য যাপন
১৩/০৬/২৩
আঁধারের জট
সুশান্ত কাঞ্জিলাল
নিকষ কালো আঁধার এসেছে
দিবালোক গিয়েছে মিলিয়ে
প্রিয়া মোর কাল গিয়েছে ফিরে
হৃদয়ে যাতনা দিয়ে ।
জোনাকিরা আজ জোট বেঁধেছে
আঁধারে জ্বেলে আলো
ধ্রুবতারা আজ অস্ত গিয়েছে
বুঝি ফিরবেনা আর কালও ।
আঁধারের মাঝে দেখি
আঁকা বাঁকা পথ গিয়েছে চলে।
সে পথ পানে চেয়ে থাকি
প্রিয়া মোর ফিরে আসবে বলে ।
হঠাৎ কখন নিঝুম রাতে
ফুল কলি গেল ঝরে
সূর্য ওঠা মনোরম প্রাতে
চোখে এলো জল ভরে ।
স্নিগ্ধ সেই প্রাতে অপেক্ষার দরবারে
জল্লাদ দিল হানা
মৃয়মান মনের আঁকাবাঁকা পথে
প্রদীপ আর জ্বললো না ।
ফিরে গেলাম তাই সকলের মাঝে
কল্পনার জগত ছেড়ে
তাকিয়ে দেখি প্রিয়া মোর দাঁড়িয়ে
উদাস নয়নে আছে দু হাত জুড়ে ।