Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নয়ানজুলিতে বাস উল্টে আহত দশ

নয়ানজুলিতে বাস উল্টে আহত দশ।। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার নাজিরবাজার বাস স্টপ এ দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে কলকাতা গামী একটি বেসরকারি দীঘা কলকাতা যাত্রী বোঝাই বাস অপর একটি বাস কে ওভার টেক করতে গিয়ে রাস্তার ধারে …


নয়ানজুলিতে বাস উল্টে আহত দশ।। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার নাজিরবাজার বাস স্টপ এ দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে কলকাতা গামী একটি বেসরকারি দীঘা কলকাতা যাত্রী বোঝাই বাস অপর একটি বাস কে ওভার টেক করতে গিয়ে রাস্তার ধারে নয়ন জুলি তে পড়ে যায়। এই ঘটনায় বাসের দশজন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতাল এ ভর্তি করা হযেছে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ঘটনা স্থলে ভূপিতিনগর থানার পুলিশ যায়। বাস এর চালক পলাতক।।