রাতে ট্রেনের মধ্য থেকে ট্রাভেল ব্যাগের ভেতর যুবকের দেহউদ্ধার মেছেদায়।
মঙ্গলবার রাতে ৩৮৩১৩ আপ হাওড়া মেছেদা লোকালের ভেতর একটি বড় লালরঙের ট্রাভেল ব্যাগের ভেতর এক বছর ৩৫ এর যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।জানাগেছে র…
মঙ্গলবার রাতে ৩৮৩১৩ আপ হাওড়া মেছেদা লোকালের ভেতর একটি বড় লালরঙের ট্রাভেল ব্যাগের ভেতর এক বছর ৩৫ এর যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।জানাগেছে রাত সাড়ে আটটা নাগাদ আপ মেছেদা লোকাল পৌঁছায়। এরপর ঐ ট্রেনটি কিছুটা দূরে কারসেডে পৌঁছায়।রাত ১০ টা নাগাদ ট্রেনের ঝাড়ুদারেরা যখন ট্রেনটি পরিস্কার করছিলো,সেইসময় নজরে আসে ট্রেনের মধ্যে পড়েথাকা একটি বড় লালরংএর ট্রাভেলব্যাগ পড়ে থাকতে।এরপর ট্রাভেলব্যাগটি খুলতেই আঁতকে ওঠে সাফাইকর্মীরা।দেখতে পাওয়া যায় ব্যাগের ভেতর মুড়েমুছড়ে রাখা একটি যুবকের দেহ।পরনেছিলো ঐ যুবকের রঙের জামা ও ছাইকালারের প্যান্ট।এরপরই ঐ সাফাইকর্মীরা আর পি এফ ও জি আর পি কে খবর দেয়।শরীরে আঘাতের চিহ্ন থাকলেও এখনও পর্যন্ত কোন পরিচয় উদ্ধার সম্ভব হয়নি।পাঁশকুড়া জিআরপি দেহ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে।তদন্ত শুরু করেছে রেলপুলিশ।ট্রেনের মধ্যে দেহউদ্ধারের ঘটনাকে কেন্দ্রকরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মেছেদায়।