শনিবারের পর রবিবার ফের দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক পর্যটক। এদিন সকালের দিকে দিঘার মেরিনা ঘাটের কাছে স্নান করতে নামে এক যুবক। এরপর হঠাৎই ঢেউয়ে তোড়ে ওই যুবক সমুদ্রের পাড়ে পাথরে ধাক্কা লেগে ডুবে যায়। ঘটনায় সঙ্গে…
শনিবারের পর রবিবার ফের দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক পর্যটক। এদিন সকালের দিকে দিঘার মেরিনা ঘাটের কাছে স্নান করতে নামে এক যুবক। এরপর হঠাৎই ঢেউয়ে তোড়ে ওই যুবক সমুদ্রের পাড়ে পাথরে ধাক্কা লেগে ডুবে যায়। ঘটনায় সঙ্গে সঙ্গে সমুদ্রে কর্তব্যরত নলিয়ারা ওই দৃশ্য দেখতে পেয়ে যুবককে উদ্ধার করতে সমুদ্রে নামেন। ঘটনার সঙ্গে সঙ্গে নুলিয়ারা ওই যুবককে উদ্ধার করে স্থানীয় দীঘা হাসপাতালে ভর্তি করে। জানা গেছে ওই যুবকের নাম পিন্টু দোলোই(৩০)। তার বাড়ি হাওড়া জেলার বাগনানে। তিনি এদিন বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসেছিলেন।