Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দোলের আগের দিন বসন্ত উৎসবে মাতলো তমলুক শহর

দোলের আগের দিন বসন্ত উৎসবে মাতলো তমলুক শহর। তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব।
পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিকদের উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব। তমলুক শহরের বড়বাজার থেকে কচিকাচাদের নিয়…




দোলের আগের দিন বসন্ত উৎসবে মাতলো তমলুক শহর। তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব।
পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিকদের উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব। তমলুক শহরের বড়বাজার থেকে কচিকাচাদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে প্রবেশ করে। এদিন ছোটবড় সবাই মাতোয়ারা হয় একে অপরকে রং আবীর মাখিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে।পাশাপাশি নাচ গানের মাধ্যমে রীতিমতো হৈ-হুল্লোড়েই কাটলো সারাদিন।

এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র নাথ সেন,ভাইস চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ন রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার সহ কবি সাহিত্যিক সহ বিশিষ্টজনেরা।সবমিলিয়ে রঙিন হয়ে উঠেছিলো তমলুক জার্নালিষ্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠ।

 এদিন লোক শিল্পী প্রীতম ব্যানার্জি এবং শাশ্বতী মল্লিক তাদের সুর মূর্ছনায় মাতিয়ে দেয় এই বসন্ত উৎসব কে।