মালবিকা মজুমদারের কবিতাগুচ্ছ
.........................
প্রজাপতি ডানা
মহুলের মুক্তি মৌবনী সুখ সাজে
পলাশের প্রজাপতি ডানা।
মনের আবিরে মুখরিত সপ্তক
বসন্ত মেলেছে পাখনা।
সর্ষে ফুলের সাজিয়ে ডালি
কোকিল স্বরলিপি লেখে।
লালমাটির কাঁকুরে …
মালবিকা মজুমদারের কবিতাগুচ্ছ
.........................
প্রজাপতি ডানা
মহুলের মুক্তি মৌবনী সুখ সাজে
পলাশের প্রজাপতি ডানা।
মনের আবিরে মুখরিত সপ্তক
বসন্ত মেলেছে পাখনা।
সর্ষে ফুলের সাজিয়ে ডালি
কোকিল স্বরলিপি লেখে।
লালমাটির কাঁকুরে পাহাড়ে
বাসন্তী আবির মাখে।
বাতাসের ঢেউ মাতালে আবেশ
মনের বৈরাগী তান।
আকাশের গায়ে সকাল সাজে
অভিমানী বসন্ত অভিধান।
.........................….
রঙ
নীল নির্জন শতেক ঢেউয়ে আলাপী
সুরে ইচ্ছেরা ভাসে।
অচিন মেঘের তন্দ্রা ঘোরে ঠিকানা
ভুলে খয়েরি অবকাশে ।
অহর্নিশ চিলেকোঠায় কবর চাপা
গোলাপী গোপন দীর্ঘশ্বাস।
জীবনের প্রতিটি আত্মকথায় সত্যি
ভালবাসার অট্ট উপহাস।
উপজীব্য এক বুক হতাশার উদাসীন
সবুজ যাপন দুপুর ।
স্পর্ধিত স্তবকে স্তবকে জীর্ণ হলুদে
পাতায় নিজেকে হারানো সুর।