শিরোনাম--চেনা এক পৃথিবীর খোঁজেকলমে--শম্পা চট্টোপাধ্যায় ০১/১০/২০২০
মস্ত পৃথিবীর আনাচে কানাচে এক মুঠো জীবনের খোঁজে ! অভিমানী শব্দের স্পর্শে দিগভ্রান্ত যখন ব্যাকরণ।উলম্ব ছায়ায় শিল্পীর ক্যানভাসে দীপ্তিমান-রোদপোড়া কোনো এক বিকেলের অর্…
শিরোনাম--চেনা এক পৃথিবীর খোঁজে
কলমে--শম্পা চট্টোপাধ্যায়
০১/১০/২০২০
মস্ত পৃথিবীর আনাচে কানাচে এক মুঠো জীবনের খোঁজে !
অভিমানী শব্দের স্পর্শে দিগভ্রান্ত যখন ব্যাকরণ।
উলম্ব ছায়ায় শিল্পীর ক্যানভাসে দীপ্তিমান-
রোদপোড়া কোনো এক বিকেলের অর্ধ সমাপ্ত গল্প !
অবাধ্য বাতাসের মন খারাপের সান্ত্বনায়,
ছাদের কার্নিশে ক্রমশ হারাচ্ছে নীকট অতীত যখন,
আকাশের বুকে নেবে আসে অজস্র রূপালি নরম চুপকথা।
ভুলি সকল সমালোচনা,
নগ্ন প্রকৃতির অনন্য সৌন্দর্যে ঠেস দিয়ে দাঁড়াই।
আঁধারের মর্মকথা লিখে চলে প্রাণহীন শব্দেরা,
কল্পনা রঙ তুলি আর ক্যনভাসে জমা করে শব্দ।
বাতাসে এখন বারুদের গন্ধ নেই,
ঘ্রাণে তবু নিস্তব্ধ তাণ্ডব !
সন্ধ্যাকাশে বহবান দিনান্তের পাশে দাঁড়াই একা,
ক্রমশ মরচে পড়া বয়সের ভারে
ঝড়া পাতার আর্তচিৎকার শুনি ---
আমায় অপেক্ষা করতে শেখায় সমর্পিত শব্দের কবিতারা।