বিভাগ -কবিতা শিরোনাম --মনকথা /ফয়জুর রহমান /৪/১০/২০২০
কালের বাতাস যেদিকে যায়ঝরাপাতা তার প্রতিবেশী ।বৃক্ষের অধিরে দাঁড়িয়ে ঠায়জপমালা হাতে দিবানিশি ।
কিভাবে বলবো নিশ্বাস ঝুমেরূপকথা মাগে স্বপ্নচারী ।নীতির জগত বেহুশ ঘুমেমনকথা তার কর্মচার…
বিভাগ -কবিতা
শিরোনাম --মনকথা /
ফয়জুর রহমান /
৪/১০/২০২০
কালের বাতাস যেদিকে যায়
ঝরাপাতা তার প্রতিবেশী ।
বৃক্ষের অধিরে দাঁড়িয়ে ঠায়
জপমালা হাতে দিবানিশি ।
কিভাবে বলবো নিশ্বাস ঝুমে
রূপকথা মাগে স্বপ্নচারী ।
নীতির জগত বেহুশ ঘুমে
মনকথা তার কর্মচারী ।
বুকের ভিতর জ্বলছে লোহা
কামারের পেটা স্ফুলিঙ্গরে
দিবস রাতের চলছে দোহা
মরিচিকা ঘুরে তেপান্তরে ।
চলেনা জীবন সজ্জনে বুলি
প্রশমন নয় কাতরতা ।
রহিত মননে রঙ্গিন হোলি
অপ্রতুল আজ মানবতা ।
পেটের কারনে ভিক্ষায় এত
গরিবের বাড়ি বহিষ্কার ।
যাহারা এমন দীক্ষায় রত ।
পরিণতি তার অন্ধকার ।
রচনা কাল-৩/১০/২০২০ ম্যানার পার্ক
লন্ডন ।