Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#ওভারব্রীজ------©#মধুমিতা_ঘোষ
তুমি যখন ডাকো-
সহস্র জনপদ পার করে ছুটে যাই তোমার স্টেশনের ওভারব্রীজে,সাতটা দশের ব্যারাকপুর লোকাল -এতো এতো কোলাহলের মাঝে মাত্র দশটা মিনিট ।
চোখে চোখ রাখি -আদুরে মেঘের চরিত্রে ডুব দিয়ে মিশে যাই তোমার মাটি…

 


#ওভারব্রীজ------©#মধুমিতা_ঘোষ


তুমি যখন ডাকো-


সহস্র জনপদ পার করে ছুটে যাই তোমার স্টেশনের ওভারব্রীজে,

সাতটা দশের ব্যারাকপুর লোকাল -

এতো এতো কোলাহলের মাঝে মাত্র দশটা মিনিট ।


চোখে চোখ রাখি -

আদুরে মেঘের চরিত্রে ডুব দিয়ে মিশে যাই তোমার মাটিতে ।

গায়ে তখন ভর্তি জ্বর,

আঙুলে আঙ্গুল ডুবিয়ে সাঁতরে যাই ভালোবাসার কথাকলি ।

নীরবতা জেগে থাকে কাঁধে মাথা রাখার দাগে ।

জীবনের আহ্লাদ ভেসে যায় মন-সিলিং এর দেওয়াল ছুঁয়ে ।

অহংকারী সময় ও পেন্ডুলামের কাঁটা থেকে বেরিয়ে ঘুমিয়ে পরে অন্তরালে।

চুপ থাকি আমরা অন্তহীন অনন্ত ভালোবাসার শরীর জুড়ে ।

বুকে করে আগলে রাখি কুলকুল বয়ে যাওয়া নদীটাকে।


ওভারব্রীজের সিঁড়ির ধাপগুলোতে সব সংলাপ লুকিয়ে -

ফিরে আসি ।

ফিরে আসতে হয় ।

তা না হলে থেকে যেতাম তোমার কাছে, তোমার গল্পে ।।

----–------------------------------------

মধুমিতা ঘোষ 

9/06/2022