বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটউৎসব মুখর মাস ডিসেম্বর ও জানুয়ারি। শীতের আমেজে এবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদার 'উদয়ন 'মেতেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। কয়েকদিন ধরে চলতে থাকা সংগীত, নৃত্য ,আবৃত্তি…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
উৎসব মুখর মাস ডিসেম্বর ও জানুয়ারি। শীতের আমেজে এবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদার 'উদয়ন 'মেতেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। কয়েকদিন ধরে চলতে থাকা সংগীত, নৃত্য ,আবৃত্তি , কুইজ ,বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উন্মাদনা।ছিল নাট্যপ্রেমীদের জন্য নাটক, ক্রীড়া প্রেমীদের জন্য যোগাসন প্রতিযোগিতা, মুমূর্ষ রোগীর সেবার জন্য রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নির্মল মাইতি, সাহিত্যিক সুকুমার মাইতি, দিলীপ মাইতি, সুব্রত গৌড়ী, প্রদীপ সিনহা , নেপাল মহাপাত্র, সুকেশ মন্ডল, অনিল সামন্ত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা যায় শীতল ভৌমিক ও অমিতাভ কুইলাকে।