এগরা বাজকুল সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে। বাড়িটি পুরো ভেঙে পড়ে। পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বৃদ্ধা। লরির ধাক্কায় বৃদ্ধা মহিলা গুরুতর জখম হয়।দ্রুত উদ্ধার করে স্থানীয় পটাশপুর স্বাস্থ্য কেন্দ্রে ভ…
এগরা বাজকুল সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে। বাড়িটি পুরো ভেঙে পড়ে। পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বৃদ্ধা। লরির ধাক্কায় বৃদ্ধা মহিলা গুরুতর জখম হয়।দ্রুত উদ্ধার করে স্থানীয় পটাশপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় জ্যোতি বালা মালি নামে বৃদ্ধার। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এগরা বাজকুল সড়কে খড়াই বাজার এর কাছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর চালক ও খালাশি পালিয়ে যায়।